কুষ্টিয়ায় শিক্ষার্থী হত্যা মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১৯:২৭
কুষ্টিয়ায় শিক্ষার্থী হত্যা মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় এস এম ইমরান নাজির (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী হত্যা মামলায় ইমন ওরফে ঝুনু (২৪) নামে এক যুবকের ১০বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।


২৪ জানুয়ারি, বুধবার বিকেল ৪টায় কুষ্টিয়া (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামি ইমনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্ত ইমন ওরফে ঝুনু কুষ্টিয়া সদর উপজেলার জগতি গবরপাড়া গ্রামের সাহাদত হোসেনের ছেলে।


আদালত সূত্রে জানা যায়, জগতি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত্যর প্রতিবাদের জের ধরে ২০১৫ সালের ২ মার্চ বিকেলে ইমন ওরফে ঝুনু’র নেতৃত্বে আসফিম (১৬), ইমন (১৬), আরসিল (১৬), শাকিল (১৬) ও সোহাগ (১৭) সশস্ত্র সংঘবদ্ধ হয়ে ইমরান নাজিরকে বেধড়ক মারপিট ও ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।


এ ঘটনায় নিহত স্কুল ছাত্র ইমরানের পিতা সদর উপজেলার জগতি কলোনি এলাকার হিটু শেখ বাদী হয়ে ২০১৫ সালের ৩ মার্চ কুষ্টিয়া মডেল থানায় কিশোর গ্যাংয়ের নেতা ইমন ওরফে ঝুনুসহ ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।


মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ১৪ জানুয়ারি কুষ্টিয়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. ওবাইদুর রহমান ৬ জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন।


কুষ্টিয়া বিশেষ শিশু আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি এ্যাড. সাইফুদ্দিন বাপ্পী জানান, স্কুল ছাত্রীদের ইভটিজিং বা যৌন হয়রানির ঘটনার বিষয়টি স্কুলের শিক্ষকদের বলে দেয়ার জের ধরে নিহত ইমরানের উপর ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটেছিল। ঘটনার সময় এজাহার নামীয় সকলেই কিশোর বয়সী হওয়ায় তাদের বিচার কার্যক্রম শিশু আদালতে সম্পন্ন হয়েছে। এ মামলায় সাক্ষ্য শুনানি শেষে ইমন ওরফে ঝুনু’র বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় এবং ঘটনার সময় তার বয়স বিবেচনায় শিশু আদালতের সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও চার্জশিট ভুক্ত অপর ৫আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।


বিবার্তা/শরীফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com