
নড়াইলের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) কর্তৃক কর্মরত এসআই আলী হোসেন এবং এসআই ফিরোজ আহমেদসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলার ৪টি থানা এলাকায় চুরি যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করেছে।
২৪ জানুয়ারি, বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত বিভিন্ন মডেলের ১০ টি স্মার্ট ফোন মালিকদের নিকট হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আলম মেহেদী, নড়াইল গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম, সিসিআইসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর মোঃ শাহ্ দারা খান।
এসময় হারানো মোবাইল ফোন ফেরত পেয়ে এক ভুক্তভোগী বলেন, মোবাইল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পুলিশ মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন।
ভুক্তভোগী সবাই তাদের মোবাইল ফোন হারিয়ে গেলে নিকটস্থ থানায় জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সাথে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন ফেরত পায় ।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]