লামায় গবাদিপশু পালন প্রশিক্ষণ, প্রশিক্ষণার্থীদের গবাদিপশু ও বীজ প্রদান
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১৭:১১
লামায় গবাদিপশু পালন প্রশিক্ষণ, প্রশিক্ষণার্থীদের গবাদিপশু ও বীজ প্রদান
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ২৯ জন নারী-পুরুষের মাঝে গবাদিপশু পালন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।


২৪ জানুয়ারি, বুধবার বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ’র সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় উপজেলার লামা সদর ইউনিয়নের পোপা হেডম্যান পাড়া, ঘিলা পাড়া, তাউ ম্রো পাড়া, শীলা চন্দ্র পাড়া ও বাদলা ত্রিপুরা পাড়ায় এ প্রশিক্ষণ প্রদান করা হয়।


শেষে প্রশিক্ষণার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেয়া হয়- জনপ্রতি ১টি করে ছাগল-শুকর, ৬০টি দেশি মুরগী, সবজি বীজ ৪ কেজি (বরবটি এবং মিষ্টিকুমড়া, কুমড়া) ও জৈবসার উৎপাদনের জন্য উপকরণ।


এতে প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা উসিনু মারমা, মাঠ সহায়ক মিখায়েল ত্রিপুরা,পংমে মারমা, অংনুচিং মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।


এ বিষয়ে প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদার বলেন, সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠী পশু পালনের মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য এ সহায়তা প্রদান করা হয়েছে। বিগত বছরগুলোতেও এ প্রকল্পের আওতায় ১৫০ জনকে এ ধরনের সহায়তা প্রদান করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।


বিবার্তা/আরমান/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com