মহালছড়িতে ইউপিডিএফের ২ কর্মীকে গুলি করে হত্যা
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ১১:৪৫
মহালছড়িতে ইউপিডিএফের ২ কর্মীকে গুলি করে হত্যা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ির মহালছড়ি ও নানিয়ারচর সীমান্তবর্তী দুরছড়ি এলাকায় দুই ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নানিয়ারচর ও মহালছড়ি সীমান্তবর্তী দুরছড়ি মধ্যে এ ঘটনা ঘটে বলে সূত্র জানায়।


নিহতরা হলেন, ইউপিডিএফের সদস্য রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৩)। এ ঘটনায় ত্রিপন চাকমা (৩৫) নামে আরো এক ইউপিডিএফ সদস্য নিখোঁজ রয়েছে জানা গেছে।


এদিকে ইউপিডিএফ এর সংগঠক অংগ্য মারমা বলেন, সাংগঠনিক কাজে যাওয়ার পথে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ওঁৎ পেতে থাকা মুখোশধারী অতর্কিত ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে ইউপিডিএফের সদস্য রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৩) নিহত হয়।


এ ঘটনায় ত্রিপন চাকমা (৩৫) নামে আরো এক ইউপিডিএফ সদস্য নিখোঁজ রয়েছে বলে তিনি অভিযোগ করে এ ঘটনার তীব্র নিন্দা জানান। সে সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে আহ্বান জানান।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মহালছড়ি থানার ওসি মো: নাসির উদ্দিন জানান, দু’জনের লাশ পাওয়া গেছে। এ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।


বিবার্তা/মামুন/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com