বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৩৪
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।


ঘন কুয়াশার কারণে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার (২৪ জানুয়ারি) সকাল পর্যন্ত সেতুতে কয়েক দফা টোল আদায় বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড শীতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীদের।


বঙ্গবন্ধু পূর্ব থানার পুলিশ কর্মকর্তারা জানান, ভোররাতে ঘন কুয়াশায় যানবাহন ধীরগতিতে চলাচল করছিলো। এ সময় চালকরা এলোমেলোভাবে গাড়ি নিয়ে একাধিক লেন তৈরি করে ফেলেন। এতে অপর লেনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে আনালিয়াবাড়ি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এ সময় চরম বিপাকে পড়েন চালক ও যাত্রীরা।


পুলিশ কর্মকর্তারা আরও জানান, সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে কাঁচামালবাহী ট্রাক চালকরা।


কুয়াশা কেটে গেলে যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানায় পুলিশ।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com