অবশেষে ৭ দিন পর দৃশ্যমান হলো পাটুরিয়ায় ডুবে যাওয়া ‘রজনীগন্ধা’
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ২০:১৪
অবশেষে ৭ দিন পর দৃশ্যমান হলো পাটুরিয়ায় ডুবে যাওয়া ‘রজনীগন্ধা’
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাটুরিয়ায় ফেরি ডুবির সপ্তম দিনের মাথায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় দিয়ে উত্তোলন করে রজনীগন্ধার কিছু অংশ অবশেষে দৃশ্যমান হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ডুবন্ত ফেরিটিকে পানির লেবেলে তুলে আনা হয়। পরে পানি থেকে ৩ ফুট ওপরে তুলে আনতে সক্ষম হয় প্রত্যয়।


২৩ জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) শাহ মো খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, পাটুরিয়া ঘাটের অদূরে সাত দিন যাবৎ পদ্মায় ডুবে থাকা রজনীগন্ধা ফেরির একাংশ ওপরে টেনে তোলা হয় এবং আরও একটি ট্রাক উদ্ধার কার হয়। ফেরি দুর্ঘটনাস্থলে প্রায় ৫০ ফুট গভীরতা রয়েছে। এ ক'দিনে অত্যাধিক পলি জমে ফেরির ওজন কয়েক গুন ভারী হয়েছে। উদ্ধার জাহাজ 'রুস্তম' ও 'হামজা'র ওজন তোলার ক্ষমতা ৮০ টন। অপর জাহাজ প্রত্যয়ের ক্ষমতা রয়েছে ২৫০ টন। এ তিন জাহাজের সমন্বয়ে নিমজ্জিত ফেরি টেনে তোলার জন্য কৌশলগত দিক নির্ণয় ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।


এর আগে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে হামজা, রুস্তম, প্রত্যয় ও ঝিনাই দিয়ে উদ্ধার কার্যক্রম চালায় উদ্ধারকারী দল। সোমবার বিকেলে ফেরির নিখোঁজ সহকারি চালক হুমায়ুন কবিরের মরদেহ হরিরামপুরের বাহাদুরপুর ১৫ কিলোমিটার ভাটিতে পদ্মা নদী থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।


এদিকে মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে সপ্তম দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়। দুপুরে আরও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৭টি ট্রাক উদ্ধার করা হলো। এছাড়া আরও ২টি ট্রাক শনাক্ত করা হয়েছে।


বিআইডব্লিটসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, সকাল ১০টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। ৪টি উদ্ধারকারী জাহাজ মিলে ফেরি ও যানবাহন উদ্ধারে কাজ করে যাচ্ছে উদ্ধারকারীরা।


বিআইডব্লিটিএর সহকারী পরিচালক (জরিপ) সরফর উদ্দিন বলেন, ঝিনাইসহ ৪টি উদ্ধারকারী জাহাজ দিয়ে ফেরিটি তুলে সোজা করা চেষ্টা করা হবে।


বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট শাহপরান ইমন বলেন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ নৌবাহিনী, ফায়ার সার্ভিস মিলে মঙ্গলবার বিকেলে ফেরিটি পানি থেকে উত্তোলন করেছে। বর্তমানে পানি থেকে প্রায় ৩ ফুট ওপরে তোলা হয়েছে। তবে ফেরিটি এখনও উল্টো অবস্থায় আছে। এখন ফেরিটি আস্তে আস্তে ৫নং ঘাটে আনার চেষ্টা করা হচ্ছে। আর আমরা আজকেই ফেরিটি তীরে আনার চেষ্টা করব। তীরে আনার পর ফেরি সোজা করা হবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com