
খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাতিমুড়ায় চট্টগ্রামগামী শান্তি পরিবহনের চাপায় মোটরসাইকেল চালক মো. শহিদুল আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।
২৩ জানুয়ারি, মঙ্গলবার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সে ফটিকছড়ি উপজেলার সুয়াবিলের মো. বাবর আলীর পুত্র বলে জানা গেছে।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর যুবক মো. ইমতিয়াজ উদ্দিন দুর্জয় (২৫) আহত হয়ে মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দুর্ঘটনার সময় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় শহিদুল আলম। পরে কর্তব্যরত ডাক্তার ডা. মহিউদ্দিন তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফুল আমিন বলেন, বাস জব্দ করা হয়েছে । এ বিষয়টি আইনি পদক্ষেপ নেয়া হবে এবং প্রক্রিয়া চলমান আছে।
বিবার্তা/আল-মামুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]