
রাজবাড়ী জেলা কারাগারের শহিদুল ইসলাম (৪৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। সে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাহিরচর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।
২৩ জানুয়ারি, মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহিদুল ইসলাম চেক জালিয়াতির মামলার আসামি ছিলেন। আজ ভোরে তিনি হঠাৎ অসুস্থ হলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে ভর্তির আধাঘণ্টা পর তার মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা বলেছে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।ময়নাতদন্ত শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সকাল সাড়ে ৬টার দিকে জেলা কারাগার থেকে একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
বিবার্তা/মিঠুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]