টাঙ্গাইলে শীতে জনজীবন স্থবির, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ২০:২৫
টাঙ্গাইলে শীতে জনজীবন স্থবির, স্কুল-কলেজ বন্ধ ঘোষণা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে জেঁকে বসেছে শীত। কনকনে ঠান্ডার কারণে জনজীবন হয়ে পড়েছে স্থবির। বিশেষ প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছেন না। বিশেষ করে বিপাকে পড়েছেন শিশু ও বয়স্করা।


২২ জানুয়ারি, সোমবার দুপুরে কখনও কখনও সূর্যের দেখা গেলেও শীতের মাত্রা কমেনি। শীতের কারণে ছিন্নমূল ও দিনমজুররা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। ঘন কুয়াশা, তীব্র শীত ও শীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার সাধারণ মানুষের জীবন। ঠান্ডায় সাধারণ মানুষ রোগে আক্রান্ত হচ্ছে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের অসুবিধা বেশি। তবে জীবন চালাতে শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছেন তারা। ভোরে ঘনকুয়াশা থাকার কারণে বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করেছে।


সিএনজি চালিত অটোরিকশা চালক পলাশ মিয়া, জিয়াউর রহমান, কবীর মিয়াসহ অনেকেই বলেন, ঠান্ডায় গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে। তবুও পেটের দায়ে রাস্তায় বের হয়েছি। বসে থাকলে তো আর পেটে ভাত যাবে না।


টাঙ্গাইল জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, কয়েকদিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা কমেছে। সোমবার টাঙ্গাইলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের মধ্যে সর্বনিম্ন। আরও কয়েক দিন শীত থাকবে।


টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক বলেন, শীতে কোমলমতি শিশুরাই বেশি কষ্ট পায়। পরিস্থিতি স্বাভাবিক না হলে ছুটি আরও বাড়তে পারে।


টাঙ্গাইলের মেডিসিন বিশেষজ্ঞ ডা: সুজাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালগুলোয় ঠান্ডাজনিত রোগীর সংখ্যা ব্যাপকহারে বেড়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। কারণ তাদের শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকে। এ ধরনের তাপমাত্রায় ঠান্ডাজনিত রোগে মৃত্যুর ঝুঁকিও রয়েছে। তাই সবাইকে বিশেষ কেয়ারে থাকতে হবে। সাথে পুষ্টিকর খাবার খেতে হবে।


টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, সোমবার জেলায় তাপমাত্রা ৮.৯ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় আগামীকাল মঙ্গলবার জেলার সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সাথে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাপমাত্রা এরকম থাকলে পরবর্তীতেও ছুটির সিদ্ধান্ত নেওয় হবে।


তিনি আরও বলেন, শীতে অসহায় ছিন্নমূল মানুষদের সরকারের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হচ্ছে।


বিবার্তা/ইমরুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com