বোয়ালমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১৯:১৩
বোয়ালমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান এমপির পক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে ১ হাজার ২শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।


২২ জানুয়ারি, সোমবার বেলা ১১টায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগসহ এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু।


উপজেলা যুবলীগের আহ্বায়ক চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ সেলিমুজ্জামান লিটু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক দাউদুজ্জামান দাউদ, এমএম শফিউল্লাহ সাফি, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এসএম রবিউল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম পলাশ মিয়া, আওয়ামী লীগ নেতা আলিমুজ্জামান বাবলু শরীফ, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন রনী, গালিবুর রহমান গালিভ মিয়া, ওয়াহিদুর রহমান ওহিদ, মো. রেজাউল করিম, তরুণ শিল্পপতি কাজী শহিদুল ইসলাম সজল প্রমুখ।


বিবার্তা/মিলু/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com