
কিশোরগঞ্জের মিঠামইনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। ২২ জানুয়ারি, সোমবার বিকেলে উপজেলার ঢাকী সেতু এলাকায় এই ঘটনা ঘটে।
মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মিঠামইন উপজেলার চানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ইয়াছিন (২৫) ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে আমীর আলী (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মিঠামইনের ঢাকী সেতুর দক্ষিণ পাশে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন নিহত ও একজন আহত হন।
দুর্ঘটনায় আহত মিজানুর রহমানকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। তিনি মিঠামইনের ঘাগড়া দায়হাটি গ্রামের রেজু মিয়ার ছেলে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]