মুক্তাগাছা ও লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ১৭:১৪
মুক্তাগাছা ও লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের মুক্তাগাছায় ও চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।


ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।


নিহতরা হলেন, উপজেলার বিনোদবাড়ি মানপুর গ্রামের মাওলানা নজরুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন (৩৫) ও তার মেয়ে আদিবা (৩), দাওগাঁও ইউনিয়নের প্রয়াত ওর্সিনি চন্দ্র দাসের ছেলে পল্লী চিকিৎসক মৃণাল চন্দ্র দাস (৪২)।


২২ জানুয়ারি, সোমবার বেলা ২ টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের ভারকীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।


মুক্তাগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুশান্ত কুমার দে বলেন, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমণ্ডল এলাকায় ভারকীর মোড়ে একটি কালভার্ট তৈরির কাজ চলছে। যে কারণে রাস্তার এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছিল। অটোরিকশাটি মুক্তাগাছার দিকে আসার জন্য কাজ চলা রাস্তার একপাশে উঠার সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মা-মেয়েসহ তিন জনের মৃত্যু হয়। আহত হয় আরও দু'জন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ জানান, মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করে। ঘটনার পর থেকে ঘাতক ট্রাকচালক পলাতক রয়েছে।


অপরদিকে, চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে।


২২ জানুয়ারি, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পদুয়া নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।


নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে মো. আবছার (৪০), চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের (২৫) ও রাঙ্গুনিয়া থানার বাবুলের ছেলে মো. জাহেদ (২৭)।


দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পিকআপের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।


বিবার্ত/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com