
গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে গেছে। এ ঘটনায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
২২ জানুয়ারী, সোমাবর ভোর রাতে উপজেলার সালিনাবক্সা বাজারে বিদ্যুতের শর্টসার্কিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানয়ী লোকজন এবং মুকসুদপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় সালিনাবক্সা বাজারের নিরঞ্জন মল্লিকের ওষুধের দোকান, এনায়েত হোসেনের ওষুধের দোকান, লাবু মোল্লার মুদি দোকান এবং স্বপন সরকারের সেলুন পুড়ে ছাই হয়ে গেছে।
মুদি দোকানের মালিক লাবু মোল্লা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়িতে গেছি। ভোর রাতে শুনি দোকানে আগুন লেগেছে। দোকান থেকে ১ টাকার পণ্যও বের করতে পারিনি। সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। সরকারের সাহায্য ছাড়া বাঁচর উপায় নেই।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম ইমাম রাজী টুলু জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিবার্তা/সঞ্জয়/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]