
ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিশাত (১৫) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।
২১ জানুয়ারি, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী শহরের ট্রাংক রোডস্থ দাউদপুল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত নিসান সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কাটাখিলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি ফেনী শহরের পাঠানবাড়ি এলাকার তানজীমুল উম্মাহ মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। দীর্ঘদিন নিশাতের পরিবার শহরের লাতুমিয়া সড়কের একটি বাসায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডের দাউদপুর ব্রিজ এলাকায় রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন নিসান। এসময় একটি ফোরহুইলার মাইক্রোবাস (ইমা) গাড়ির সঙ্গে একটি মোটরসাইকেল ধাক্কা খেয়ে জিসানকে চাপা দেয়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]