
টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুতের খুঁটির গর্ত খনন করতে গিয়ে একটি অবিস্ফোরিত মর্টারের গোলা পাওয়া গেছে।
২১ জানুয়ারি, রবিবার সকালে ঘাটাইল থানা বাউন্ডারির বাহিরে পূর্ব ও দক্ষিণ কর্নারে বিদ্যুতের খুঁটির গর্ত খননের সময় মর্টার গোলাটির সন্ধান পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাটাইল থানার বাউন্ডারির বাহিরে পূর্ব ও দক্ষিণ কর্নারে পল্লি বিদ্যুতের একদল কর্মীরা খুঁটির গর্ত খননকালে মর্টার গোলাকৃতির একটি লোহার বস্তু দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই বস্তুটি তাদের হেফাজতে নেয়।
এ বিষয়ে ঘাটাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সজল খান জানান, লোহার বস্তুটি অবিস্ফোরিত মর্টারের গোলা। গোলাটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর ঘাটাইল ক্যান্টনমেন্টকে জানানো হয়েছে।
বিবার্তা/ইমরুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]