
রাজধানীর খিলগাঁও রেলগেট কাঁচাবাজারে সিটি করপোরশেনের উচ্ছেদ অভিযানে এলাকাবাসীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মেহেদী হাসান (২৪) নামে এক পুলিশ কনস্টেবল পায়ে শটগানের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এবং শাজানপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) মাহিদুল ইসলামের মাথায় ইটের আঘাত লেগেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, আজ দুপুর ২ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে খিলগাঁও বাজার বস্তি ও দোকানপাট উচ্ছেদ করার সময় এলাকাবাসী ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এর প্রেক্ষিতে পুলিশ একশনে যাওয়ার সময় একটি গুলি একজন কনস্টেবলের বাম পায়ে হাঁটুর নিচে বিদ্ধ হয়। পরে আহত অবস্থায় বিকেল পাঁচটার দিকে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় শাহজাহানপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) মহিদুল ইসলাম ইটের আঘাতে আহত হন। তিনি রাজারবাগে চিকিৎসা নিচ্ছেন।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]