
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তোরণ বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. হানিফ মিয়া (৪০) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জানুযারি) বিকেলে আখাউড়া শহরের উপজেলা সড়কের সামনে এ ঘটনা ঘটে। নিহত হানিফ পৌরএলাকার কলেজ পাড়ার আতর আলীর ছেলে।
এ ঘটনায় মো. সেলিম মিয়া (৪২) নামে ডেকোরেটর মালিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামী ২৬ জানুয়ারি আইনমন্ত্রী আনিসুল হকের আগমন উপলক্ষ্যে স্থানীয় নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা তোরণ নির্মাণের প্রস্তুতি নিয়েছেন। এরই অংশ হিসেবে বিকেলে তোরণ নির্মাণ করার সময় ওই দুইজন বিদ্যুতায়িত হন। দু’জনকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইকরাম চৌধুরী বলেন, একজনকে মৃত অবস্থায় আনা হয়। আরেক জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম বলেন, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/নিয়ামুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]