পুঠিয়ায় গ্রিল কেটে কলেজ অধ্যক্ষের বাসায় চুরি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ২০:১১
পুঠিয়ায় গ্রিল কেটে কলেজ অধ্যক্ষের বাসায় চুরি
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর পুঠিয়ায় মো. আহসানুল্লাহ নামে কলেজের এক অধ্যক্ষের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চুরি করা হয়েছে প্রায় ১৫ ভরি সোনা।


২০ জানুয়ারি, শনিবার দুপুরে পুঠিয়া থানায় একটি মামলা করেছেন তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


ভুক্তভোগী মো. আহসানুল্লাহর বাসা উপজেলার ধোপাপাড়া এলাকায়। তিনি একটি কলেজের অধ্যক্ষ। আহসানুল্লাহ বলেন, আমরা গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে বরযাত্রী হিসেবে বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। সন্ধ্যায় বাসায় ফিরে দেখি জানালার গ্রিল কাটা ও দরজা ভাঙা। আসবাবপত্র এলোমেলো হয়ে পড়ে ছিল। তখন আমরা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানাই।


তিনি বলেন, খবর পেয়ে পুলিশ আমাদের বাসায় আসে এবং ছবি তুলে নিয়ে যায়। আমরা আজ শনিবার মামলা দায়ের করেছি। বাসা থেকে প্রায় ১৫ ভরি সোনা ও অনেক ডলার ছিল- সব চুরি করে নিয়ে গেছে। ২০ লাখ টাকার ওপর প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন ভুক্তভোগী ওই কলেজ অধ্যক্ষ।


পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, ওনারা এলাকার মধ্যে প্রভাবশালী। পাবনায় দাওয়াত খেতে গিয়েছিলেন, ওই সুযোগে অপরাধীরা শাবল দিয়ে বাসার জানাল গ্রিল কাটে এবং বাঁকা করে ভেতরে ঢুকে চুরি করেছে। থানায় মামলা হয়েছে। আসামি অজ্ঞাত। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি।


বিবার্তা/সোহানুর/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com