
কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরা মিয়া (৭১) নামের এক রোহিঙ্গা পথচারী নিহত হয়েছেন।
২০ জানুয়ারি, শনিবার সকাল ১১টায় উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গুরা মিয়া কুতুপালং ক্যাম্প-১ ইস্ট এর এ/৯ ব্লকের মুসন আলীর ছেলে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, শনিবার সকালে রোহিঙ্গা ক্যাম্প ০১ ইস্ট থেকে হিন্দু ক্যাম্পের দিকে যাচ্ছিল বৃদ্ধ গুরা মিয়া। এ সময় একটি টমটম (ইজিবাইক) এর সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান। পরবর্তীতে রাস্তা থেকে উঠতে যাবে তখনই একটি দ্রুত গতির সিএনজি বৃদ্ধকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, ঘাতক সিএনজি গাড়িটি পালিয়ে গেলেও টমটমটি (ইজিবাইক) জব্দ করা হয়েছে।
বিবার্তা/ফরহাদ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]