
কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে মোসলেম উদ্দিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
২০ জানুয়ারি, শনিবার ভোর ৫টার দিকে জালিয়া পালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের সোনাইছড়ি দুবাই কাসেম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক জালিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাককাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, ভোর ৫টার দিকে জালিয়া পালংয়ের দুবাই কাসেম মার্কেট এলাকায় পাহাড়ের কাটতে গিয়ে মাটির স্তূপ পড়ে মোসলেম উদ্দিনের শরীরের উপর।
এসময় গাছের শিকড় তার অণ্ডকোষে ঢুকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত মোসলেম উদ্দিন সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ জানান, যে জায়গায় পাহাড় কাটা হয়েছে সেখানে এর আগেও কয়েকবার অভিযান চালানো হয়েছিলো এবং বন আইনে তিনটি মামলা করা হয়।
বিবার্তা/ফরহাদ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]