
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
নিহত বাসের হেলপার হাবিব টাঙ্গাইলের বারো পাখিয়া পাহাড়পুর গ্রামের শামছুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় টাঙ্গাইলগামী ট্রাকের পেছনে একইগামী বেপরোয়াগতির বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাসের ভেতর আটকা পড়েন বাসের হেলপার হাবিব। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে হাবিব ও অজ্ঞাত এক নারীসহ কয়েকজনকে আহতাবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, নিহত হাবিবের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ও হাসপাতালে ভর্তি আহত নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]