
শরীয়তপুরের সখিপুর থানা এলাকায় ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী আরিফসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৩।
তারা হলেন মূল পরিকল্পনাকারী আরিফ (২২), তার সহযোগী পারভেজ বেপারী (২৬) ও সজিব বেপারী (২২)।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের নারায়ণগঞ্জ সদর ও ঢাকার বনানী থানাধীন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর নেপথ্যের কারণ ও এ ঘটনায় কারা কারা জড়িত ছিল তার আদ্যোপ্রান্ত জানিয়েছে গ্রেফতারকৃতরা।
শুক্রবার দুপুরে রাজধানীর টিকাটুলিতে র্যাব-৩ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানান অধিনায়ক লে. ক. আরিফ মহিউদ্দিন।
তিনি জানান, এ মামলার অন্য তিন আসামি আশরাফুল দেওয়ান, মাহাবুব বেপারী ও ইউসুফসহ অন্যান্য অজ্ঞাত পরিচয় আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]