
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানা গেছে।
১৯ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভাঙ্গার খাড়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আনাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ভাঙ্গার আলগী ইউনিয়নের মেহেদী মাতুব্বর (২৫), হাফিজুল ইসলাম (৪০), মধুখালির সিরাজুল ইসলাম (৩৫)। নিহত আরেক পুরুষের (৩০) নাম-পরিচয় এখনও জানা যায়নি।
ওসি জানান, ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]