লঞ্চের কেবিন থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১৬:৩৮
লঞ্চের কেবিন থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁদপুর লঞ্চঘাটে এমভি বোগদাদিয়া-৭ নামে যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে মো. জয়নাল নামে দর্জি দোকানের কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ।


১৯ জানুয়ারি, শুক্রবার সকালে সদরঘাট থেকে দুপুরে চাঁদপুর ঘাটে আসার পর মৃত্যুর বিষয় জানতে পেরে চাঁদপুর নৌ থানা পুলিশ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেন।


লঞ্চে দেয়া তথ্যে জানা গেছে, জয়নালের বাড়ি শরীয়তপুর জেলায়। পুলিশ জানায় তিনি ঢাকা একটি দর্জির দোকানে কাজ করতেন। লঞ্চের নীচতলার ১০৩ নাম্বার কেবিনে তার মৃত্যু হয়।


বোগদাদিয়া লঞ্চ-৭ এর মাস্টার কলিমুল্লাহ জানান, আজ (শুক্রবার) সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে লঞ্চটি পৌনে ১২ টায় চাঁদপুর ঘাটে আসে। ঘাটে আসার পর সকল যাত্রী লঞ্চ থেকে নেমে পড়ে। কিন্তু নীচতলার ১০৩ কেবিনের যাত্রী বের হয় না। পরে দরজায় অনেকবার নক করা হলেও সাড়া শব্দ না পেয়ে জানালা খুলে দেখা যায় তিনি নিচে পড়ে আছেন। বিষয়টি সাথে সাথে নৌ থানা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তার উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লঞ্চের টালি খাতায় তিনি জয়নাল নাম অন্তর্ভুক্ত করেছেন।


চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) জহির জানান, খবর জানতে পেরে লঞ্চে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সে ঢাকায় একটি দর্জির দোকানে কাজ করে বলে দোকান মালিকের সাথে আমাদের কথা হয়েছে।


তিনি জানিয়েছেন, তার বাড়ি শরিয়তপুর জেলায়। কেবিনে তিনি একা থাকায় পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। তবে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।


চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মুনসুর আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই রোগী মৃত্যুবরণ করেছে। রোগীকে যেহেতু মৃত অবস্থায় আনা হয়েছে, তাই কোন কারণ বলা যাচ্ছে না।


ওই ব্যক্তির মৃতদেহ বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com