
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক আনিসুর রহমান এ তথ্য জানিয়েছে।
এর আগে ভোর ৬টায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এতে তাপমাত্রার পারদ নিচের দিকে নামতে থাকায় দেশের অন্যান্য স্থানের মতো এখানেও শীতের তীব্রতা দেখা দিয়েছে। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। শীতের কারণে তারা সঠিক সময়ে কাজে বের হতে পারছেন না।
এদিকে শীত নিবারণে গরম কাপড় সংকটে চা বাগান বস্তি ও হাওড় পাড়ের গরীব মৎস্যজীবী অনেক পরিবার কষ্টে রয়েছেন।
জেলা প্রশাসন সূত্র থেকে জানা গেছে, জেলায় ২৯ হাজার ৫ শো কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এরইমধ্যে সাত উপজেলায় তা বিতরণ করা হয়েছে। আরও গরম কাপড়ের বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]