
ঘন কুয়াশায় ঢাকায় জরুরি অবতরণ করেছে মুম্বাই-গুয়াহাটিগামী একটি প্লেন।
১৩ জানুয়ারি, শনিবার ভোর চারটার দিকে বিমানটি ঢাকা অবতরণ করে।
ঢাকায় ভারতের বিমান অবতরণের খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি। তাদের খবরে বলা হয়েছে, ঘন কুয়াশায় গন্তব্যস্থল গুয়াহাটি বিমানবন্দর পর্যন্ত যেতে পারেনি বিমানটি।তাই ঢাকায় অবতরণ করেছে।
ভারতীয় বিমানটির ঢাকায় জরুরি অবতরণ গুয়াহাটিগামী যাত্রীদের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বলে ইঙ্গিত করেছেন মুম্বাই যুব কংগ্রেসের প্রধান সুরাজ সিং ঠাকুর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, ‘মুম্বাই থেকে গুয়াহাটিতে যাওয়ার জন্য আমি ওই বিমানে উঠেছিলাম। কিন্তু ঘন কুয়াশা থাকায় গুয়াহাটির স্থলে ঢাকায় বিমান অবতরণ করেছে।’
যাত্রীরা এখনও বিমানে আছেন জানিয়ে ঠাকুর আরও লেখেন, ‘৯ ঘণ্টা ধরে আমি বিমানে আটকা ছিলাম। মণিপুরে (ইম্ফল) ভারত জোড়ো ন্যায় যাত্রায় যাওয়ার কথা ছিল আমার। কিন্তু ঘন কুয়াশা থাকায় তাতে শামিল হতে পারিনি। এখন দেখা যাক, কখন গুয়াহাটি পৌঁছাতে পারি।’
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]