
গুইমারায় চুরি মামলার ফারুক প্রকাশ শিমুল (৫৫) নামের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার পুলিশ।
১০ জানুয়ারী, বুধবার অভিযান চালিয়ে গ্রেফতার করে গুইমারা থানা পুলিশ।
আটকের সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফুল আমিন জানান, আসামিকে আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।
তিনি জানান, আটককৃত আসামি জিআর মামলার দুই বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামি এবং উপজেলার হাজীপাড়া এলাকার বাসিন্দা মো. হারুনের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (১০ জানুয়ারি) ভোর ৬টায় দিকে রামগড় থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। গুইমারা থানা এস আই জহিরুল ইসলাম ও এএসআই (নি:) শাহনেওয়াজ পিপিএম, নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটককৃত আসামি মো. ফারুক (শিমুল) জিআর ৩২৮/২০০৭, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০ এর ০২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামি। দীর্ঘ সময় পর সে পুলিশের হাতে আটক হয়।
বিবার্তা/মামুন/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]