
কক্সবাজারে ঈদগাঁও উপজেলার নাপিতখালীতে ‘লাইটার ট্রেনের ইঞ্জিন বগিতে’ কাটা পড়ে এক কৃষক নিহত হয়েছেন।
১০ জানুয়ারি, বুধবার ভোর রাতে ঢাকা-কক্সবাজার রুটের ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছন ঈদগাঁও থানার ওসি শুভরজ্ঞন চাকমা।
আব্দুস সালাম (৪০) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের জুমছড়ি এলাকার খেছু মিয়ার ছেলে। পেশায় কৃষক এ যুবক কাজের উদ্দ্যেশে ঈদগাঁওতে এসেছিল।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের বরাতে ওসি শুভরজ্ঞন বলেন, ভোর রাতে চট্টগ্রাম দিক থেকে আসা একটি লাইটার ট্রেনের ইঞ্জিন বগি রেললাইন পর্যেবক্ষণ করে কক্সবাজার যাচ্ছিল। এসময় ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকায় ঘন কুয়াশায় রেললাইন পার হওয়ার এক ব্যক্তি কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।
পরে খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে বলে জানান তিনি।
শুভরজ্ঞন জানান, নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রেলওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]