ঝিনাইদহে ৩টিতে নৌকা ১টিতে স্বতন্ত্রের জয়
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১১:১৭
ঝিনাইদহে ৩টিতে নৌকা ১টিতে স্বতন্ত্রের জয়
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের চারটি আসনে তিনটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে বলে বেসরকারি ফলাফলে দেখা গেছে।


রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপুর্ন পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়। তবে বিভিন্ন ভোট কেন্দ্রে ফাঁকা চিত্র পরিলক্ষিত হয়। এছাড়া কিছু কেন্দ্রে বেলা বাড়ার সাথে সাথে মানুষ আসতে থাকে। বিকাল ৫টার পর বিভিন্ন কেন্দ্র ও উপজেলা থেকে জেলা রিটার্নিং অফিসারের দফতরে ফলাফল আসতে থাকে।


বেসরকারি ফলাফলে দেখা যায়, ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রার্থী আব্দুল হাই এমপি ৯৪ হাজার ৩'শ ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল ট্রাক প্রতীক নিয়ে ৮০ হাজার ৫'শ ৪৭ ভোট পেয়েছেন।


ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল ১ লাখ ৩৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি নৌকার প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২'শ ৭ ভোট পেয়ে পরাজিত হন।


ঝিনাইদহ-৩ আসনে নৌকার নতুন প্রার্থী সালাহউদ্দীন মিয়াজী ৮৩ হাজার ১৫ ভোট পেয়ে নৌকার নতুন মাঝি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি বর্তমান সংসদ সদস্য মোঃ শফিকুল আজম খান চঞ্চল ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৬৪ হাজার ৯'শ ৯ ভোট:পেয়ে পরাজিত হন।


ঝিনাইদহ-৪ আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ৯৫ হাজার ৯'শ ৭ ভোট পেয়ে নৌকার মাঝি অক্ষুণ্ণ রেখেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আ’লীগের সাবেক এমপি আব্দুল মান্নানের ভাই আব্দুর রশিদ খোকন ট্রাক প্রতিক নিয়ে ৫৭ হাজার ১'শ ৯৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।


বিবার্তা/রায়হান/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com