
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়কসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।
পুলিশ জানায়, বুধবার (৬ আগস্ট) বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়৷ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাহাবুবুর রশিদ বিপ্লব (৫০) কে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং বিপুল মিয়া (৩৮) ও নাঈম মিয়া (১৮) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আশরাফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার গ্রেপ্তার তিন আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/রাফি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]