
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় মো. সোহেল নামে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে ও আহত হয়েছে আরও ২০ জন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা দেড়টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলা নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকার রফিকুলের ছেলে।
স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেন তারা
ঘটনার পরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, ওসি মো. আল-আমীনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয়রা ও বাসের যাত্রীরা জানান, শেরপুর থেকে শিপলু-প্রিয়া নামের যাত্রীবাহী বাসটি ঝিনাইগাতীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বেলা দেড়টার দিকে ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকায় এলে পণ্যবাহী একটি কভার্ড ভ্যানকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় বাসে থাকা প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রীদের বের করা সম্ভব হলেও তিন মাস বয়সী এক শিশু বাসের মধ্যে পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। পরে প্রায় আড়াই ঘন্টা উদ্ধার কাজ পরিচালনা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পুকুর থেকে বাস তোলার পর পানি থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিবার্তা/জাহিদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]