
দ্বাদশ জাতীয় সংসদ নির্চনে আজ গোপালগঞ্জের ৩ টি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থী।
গোপালগঞ্জ ৩ আসনে ১০৮টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা (নৌকা প্রতীকে ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে টানা অষ্টম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী এম নিজাম উদ্দিন লস্কর একতারা প্রতীকে ৪৬৯ ভোট পেয়েছেন।
গোপালগঞ্জ-০২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম সর্বমোট ১৫১ কেন্দ্র থেকে ২ লাখ ৯৫ হাজার ২৯৪ ভোট পেয়ে টানা ৯ বারের মত সংসদ সদস্য নির্চিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির প্রার্থী কাজী শাহীন লাঙ্গল প্রতীকে ১,৫১৪ ভোট পেয়েছেন।
গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুহাম্মদ ফারুক খান নৌকা প্রতীকে ১,১৮,৭৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ কাবির মিয়া ঈগল প্রতীকে ১,০৮,৯৩৪ ভোট পেয়েছেন।
গোপালগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করেন।
বিবার্তা/সঞ্জয়/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]