চুয়াডাঙ্গার দুটি আসনেই নৌকার জয়
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ২৩:৫৬
চুয়াডাঙ্গার দুটি আসনেই নৌকার জয়
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনেই বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের দুই প্রার্থী।


বিজয়ীরা হলেন, চুয়াডাঙ্গা-১ আসনে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনে হাজী আলী আজগার টগর।


চুয়াডাঙ্গার দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা চতুর্থবারের মতো বিজয়ী হলেন আওয়ামী লীগের এই দুই প্রার্থী।


৭ জানুয়ারি, রবিবার রাত পৌনে ১১টার দিকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা দুই প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।


চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন ৯৬ হাজার ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী দিলিপ কুমার আগারওয়ালা পেয়েছেন ৭২ হাজার ৭৬৮ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী ফ্রিজ প্রতীকের এম এ রাজ্জাক খান পেয়েছেন ৩১ হাজার ৫০৮ ভোট।


চুয়াডাঙ্গা-২ আসনে নৌকা প্রতিকের প্রার্থী হাজী আলী আজগার টগর ১ লাখ ৭ হাজার ৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাশেম রেজা পেয়েছেন ৬০ হাজার ৮৩৪ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী ঢেকি প্রতীকের বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু পেয়েছেন ২৯ হাজার ৭৫১ ভোট।


বিবার্তা/সাঈদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com