
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনজাপুর-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক তৃতীয় বারের মতো নৌকা প্রতীকে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আ.লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ট্রাক প্রতীকের আজিজুল হক চৌধুরী।
চার উপজেলায় বেসরকারি ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকের শিবলী সাদিক পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৬৬৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আজিজুল হক চৌধুরী পেয়েছেন ৮২ হাজার ৫১৫ ভোট।
উল্লেখ্য, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিবলী সাদিক গত ২০১৪ সালে নৌকা প্রতীকে এ আসন থেকে নির্বাচিত হয়েছেন। এরপর ২০১৮ সালে আবারও নৌকা প্রতীকে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। সর্বশেষ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয় বারের মতো এ আসন থেকে নৌকা প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
বিবার্তা/রব্বানী/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]