পঞ্চগড়-১ ও ২ আসনে নৌকার প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ২৩:০৯
পঞ্চগড়-১ ও ২ আসনে নৌকার প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় -১ আসনে (পঞ্চগড় সদর-আটোয়ারী-তেতুঁলিয়া) আসনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী নাঈমুজ্জামান মুক্তা ১ লক্ষ ২৪ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ট্রাক মার্কা নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ২১০ ভোট।


এছাড়া এনপিপির প্রার্থী মশিউর রহমান বাবুল (আম মার্কা) পেয়েছেন ১ হাজার ৩৯৯। সুপ্রিম পার্টির প্রার্থী আব্দুল ওয়াদুদ বাদশা (একতারা মার্কা) পেয়েছেন ১ হাজার ৩৭১ ভোট। মুক্তি জোটের প্রার্থী আব্দুল মজিদ (ছড়ি মার্কা) পেয়েছেন ৭৪৩ ভোট ও বিএনএফ এর প্রার্থী সিরাজুল ইসলাম (টেলিভিশ মার্কা) পেয়েছেন ১ হাজার ৪৮১ ভোট।
এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৮৬ হাজার ৯৪৬ ভোট। বাতিল ভোটের সংখ্যা ৫ হাজার ৬৩৩ টি। মোট ভোটারের উপস্থিতি ৪৪.০৮ %।


পঞ্চগড়-২ আসনে (বোদা-দেবীগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন (নৌকা মার্কা) ১ লক্ষ ৮১ হাজার ৭২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে লুৎফর রহমান রিপন পেয়েছেন ৭ হাজার ৬২৭ ভোট।


এছাড়াও তৃণমূল বিএনপির আব্দুল আজিজ (সোনালী আঁশ) পেয়েছেন ৪ হাজার ৪২০ ভোট ও সুপ্রিম পার্টির আহম্মদ রেজা ফারুকী (একতারা মার্কা) পেয়েছেন ৪ হাজার ৪৭০ভোট।


এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ১ লক্ষ ৯৮ হাজার ২৪০। বাতিল হয়েছে ৯ হাজার ১০ টি ভোট। মোট ভোটারের উপস্থিতি ৫৩.১৫ %।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com