
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি আসনে বিপুল ব্যবধানে তৃতীয়বারের মতো হ্যাট্রিক জয় লাভ করছেনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
১৯৬টি কেন্দ্রের ফলাফলে বেসরকারি হিসাবে কুজেন্দ্র লাল ত্রিপুরা ২ লাখ ২০ হাজার ৮১৬ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট। ফলে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রায় ২ লাখ ১০ হাজার ভোটের ব্যবধানে বিজয় অর্জন করে।
এছাড়া, নির্বাচনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী উশ্যেপ্রু মারমা পেয়েছেন ৯ হাজার ৫২৬ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির মোঃ মোস্তফা পেয়েছেন ৮ হাজার ৫৫৬ ভোট।
প্রাপ্ত ভোটের ফলাফল অনুসারে এ নির্বাচনে খাগড়াছড়িতে মোট ভোট পড়েছে ৪৯.৯৮ শতাংশ।
জেলার রিটার্নিং কর্মকর্তা মো: সহিদুজ্জামান জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা ব্যবস্থা ভালো ছিলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি নয় উপজেলা ও তিন পৌরসভায় মোট ভোটার- ৫ লাখ ১৫ হাজার ৪১৯ জন। তার মধ্যে ২ লাখ ৫৩ হাজার ৩৭৩ জন নারী ও ২ লাখ ৬২ হাজার ৪৪ জন পুরুষ ভোটার ও ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে বলে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানায়।
বিবার্তা/মামুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]