
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোলেগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
৭ জানুয়ারি, রবিবার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।
১ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসাইন। সোহাগ তাকে প্রায় ১ লাখ ৮৮ হাজার ৩৪২ ভোটে পরাজিত করেছেন।
অপর প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি পেয়েছেনে-২ হাজার ১৬৭ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মাওলানা লোকমান সাইফী-১ হাজার ৬১১ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জাামান- ৯৯২ ভোট, তৃণমূল বিএনপির লুৎফুন নাহার রিক্তা- ৬০৭ ভোট ও বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর রেজাউল ইসলাম রাজু পয়েছেনে- ৬৩৬ ভোট।
দুই উপজেলার কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, সংসদীয় আসনের দুটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৩১৪ জন।
বিবার্তা/রাজু/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]