
কক্সবাজারের রামুতে ভোট দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আলী আহমদ (৮২) নামে বৃদ্ধ নিহত হয়েছেন।
৭ জানুয়ারি, রবিবার বেলা পৌনে ১টার দিকে উত্তর মিঠাছড়ি চা বাগান গাইনপাড়া এলাকার ইটভাটার পশ্চিম পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
আলী আহমদ রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল পাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামে উদ্দেশ্যে যাচ্ছিল। রামুর জোয়ারিয়ানালায় রেললাইনের রাস্তা পার হতে গিয়ে ওই ট্রেনে কাটা পড়েন আলী আহমদ।
নিহতের ছেলে জুলফিকার আলী ভূট্টো জানান, আমার বাবা উত্তর মিঠাছড়ি ভোট কেন্দ্রে থেকে বেলা ১২টায় ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]