
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
৭ জানুয়ারি, রবিবার ভোরে উখিয়ার ৬ নম্বর ক্যাম্পে অভিযান পরিচালনা করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। অভিযানে আব্দুল শুক্কুর (২৯) নামে এক যুবককে আটক করা হয়।
আটক আব্দুল শুক্কুর ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, আটক আব্দুল শুক্কুরের কাছ থেকে ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করি। অভিযানে ক্যাম্পের এ/৬ ব্লক থেকে ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড রাইফেলের গুলিসহ এক যুবককে আটক করা হয়।
আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]