
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকানোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে বিএনপি-জামায়াতের। কারণ, মানুষ শান্তি এবং গণতন্ত্র বিশ্বাস করে। যে কারণে নারী ও পুরুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে কেন্দ্রগুলোতে ছুটে যাচ্ছে।
৭ জানুয়ারি, রবিবার চাঁদপুরে নিজের ভোট প্রদান করে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন।
তিনি বলেন, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাচ্ছেন। আজ কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি প্রমাণ করে মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে কতটা আগ্রহ এবং উচ্ছ্বাস রয়েছে। তাই বিএনপি নাশকতা করে, মানুষ পুড়িয়ে মেরেও এই নির্বাচন বানচাল করতে পারেনি।’
আজ বেলা পৌনে ১২টায় ডা. দীপু মনি তার নিজ গ্রাম সদর উপজেলার কামরাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন। এ সময় নারী ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করেন তিনি।
পরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। এ সময় জয়ের ব্যাপারে নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে অভিব্যক্তি প্রকাশ করেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]