
ফেনীর সোনাগাজীতে ভোটকেন্দ্রে পেট্টল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মজলিশপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দশআনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোটকেন্দ্রের অফিস কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপের পর প্রিজাইটিং অফিসারসহ উপস্থিত সবাই মিলে পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়। ঘটনার সাথে সাথে সহকারী সিনিয়র পুলিশ সুপার তাছলিম হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এটি করছে প্রাথমিকভাবে জানা যায়নি।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইটিং অফিসার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে অজ্ঞাত ব্যক্তিরা কেন্দ্রের অফিস কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে নির্বাচনী কোনো সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়নি।
সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাছমিম হোসাইন বলেন, একটি কেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপেরর ঘটনা ঘটেছে তবে নির্বাচনি সরঞ্জামের ক্ষতি হয়নি।
এদিকে স্বতন্ত্র প্রার্থী হাজি রহিম উল্যার এজেন্টেদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। রাত আটটার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর ভোটকেন্দ্রের সামনে স্থানীয় চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল হামলা করেছে বলে জানিয়েছেন প্রার্থী রহিম উল্যা। তিনি বলেন, দাগনভুঞার এয়াকুবপুর কেন্দ্রের পোষ্টার নিয়ে যাওয়ার সময় এজেন্টের উপর হামলা করে টাকা নিয়ে যায়।
সহকারী রিটার্নিং অফিসার কামরুল হাসান জানায় হামলার ঘটনা আমরা অবগত হয়েছি,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।
বিবার্তা/সাব্বির/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]