
শরীয়তপুর ২ আসনে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ জানুয়ারি) ভোররাতে নড়িয়া উপজেলার ৪৩ নম্বর সুরেস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই আগুন দেওয়া হয়। এই আগুনে ভোট কেন্দ্রের একটি কক্ষের কয়েকটি বেঞ্চ পুড়ে গেছে।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা, মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, ভোররাতের দিকে একটি ভোট কেন্দ্রে জানালার গ্লাস ভেঙে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই সময় ভোট কেন্দ্রে বেশি ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভোট কেন্দ্রটির একটি কক্ষের প্লাস্টিকের তিনটি বেঞ্চ পুড়ে গেছে। আর কক্ষটির দেওয়াল আগুনের ধোঁয়ায় লেগে নষ্ট হয়ে যায়। ভোট কেন্দ্রের নিরাপত্তা রক্ষী সম্ভবত একটু অন্যমনস্ক ছিলেন। সম্ভবত সেই সুযোগে দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা এই ঘটনা ঘটিয়েছেন সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে। দোষীদের খুঁজে বার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ভোট কেন্দ্রে আগুন লাগলেও ভোটগ্রহণের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না।
এই বিষয়ে ঘড়িষার ইউপি চেয়ারম্যান আব্দুর রব বলেন, ভোররাত প্রায় ৫টার দিকে দুর্বৃত্তরা নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৪৩ নম্বর সুরেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে। এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগুন নিভিয়ে ফেলি। শুধু কয়েকটি বেঞ্চ পুড়ে গেছে, এর বেশি কিছু ক্ষতি হয়নি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]