
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি সংসদীয় আসনে মোট ৬৪৪টি ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম। ৬ জানুয়ারি, শনিবার দুপুর ১২টা থেকে ৬টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আগামীকাল (রবিবার) ভোর ৪টা হতে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো শুরু হবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. বদিউল আলম।
একইসাথে ৫টি আসনে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৯৯ টি কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
নরসিংদীতে ৫টি পৌরসভা ও ৭১ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৩ শত ১৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯ লাখ ৩২ হাজার ১ শত ৪৫ জন, নারী ভোটার ৯ লাখ ১৪৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৪ জন।
বিবার্তা/কামাল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]