
টাঙ্গাইল পৌর শহরের ১নং জেলাসদর ওয়ার্ডের কান্দিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের পরিত্যক্ত ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
৬ জানুয়ারি, শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ভবনের একটি দরজা পুরোপুরি ও অপর একটি দরজার আংশিক পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আনাম জানান, সকালে বিদ্যালয়ের নৈশপ্রহরী অগ্নিসংযোগের খবর জানায়। বিদ্যালয়ে এসে দেখি, পরিত্যক্ত ভবনের দুটি দরজার একটি পুরোটাই পুড়ে গেছে অপরটার আংশিক পুড়ে গেছে। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরো জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এটা একটি পরিত্যক্ত ভবন, এটি ভোট কেন্দ্র নয়।
বিবার্তা/ইমরুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]