কুষ্টিয়ায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১৪:০৯
কুষ্টিয়ায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। ৬ জানুয়ারি, শনিবার বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স, সিল, প্যাডসহ নির্বাচনি সরঞ্জাম সরবরাহ শুরু হয়।


কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে মোট ৫৭৮টি কেন্দ্রে জেলার ৬টি উপজেলা থেকে নির্বাচনি সরঞ্জাম প্রেরণ করা হয়। এরমধ্যে ২৪৬টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তবে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে স্ব স্ব কেন্দ্রে ব্যালট পেপার যাবে ভোটের দিন (৭ জানুয়ারি) সকাল ৮টার আগে।


নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনি যে কোনো সহায়তার জন্য জরুরি সেবা ৯৯৯ ব্যবহারের নিদের্শনা দেওয়া হয়েছে।


এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে ৪প্লাটুন বিজিবি সদস্য, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্বাচনের মাঠে থাকবে সেনা সদস্যরাও।


৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ২জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।


কুষ্টিয়া জেলায় মোট ভোটার ১৬ লক্ষ ৪৩ হাজার ৯১২জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮লক্ষ ২২হাজার ৫১৬জন এবং নারী ভোটার ৮লক্ষ ২১ হাজার ৩৮৮জন।


নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।


বিবার্তা/শরিফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com