
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি বাস থেকে বোমা সাদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৫ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী একটি বাস থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাসে রাজধানীর গাবতলী থেকে ব্যাগটিসহ একটি ছেলে উঠে। পরে সে সায়েদাবাদ এলাকায় নেমে যায়। বাসটি সিদ্ধিরগঞ্জ পৌঁছালে বাসের সুপারভাইজার টিকেট যাচাই করার সময় ব্যাগটি দেখতে পায়। পরে ব্যাগের ভেতর বোমা সাদৃশ বস্তুটি দেখে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে এটি উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর জানান, বোমা সাদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। যাচাই করে দেখা হচ্ছে এটি আসলে কি। পরে বিস্তারিত জানানো হবে। ব্যাগ বহনকারী ছেলের খোঁজ নেয়া হচ্ছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]