রাজশাহীতে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:১৮
রাজশাহীতে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী জেলা ছাত্রলীগের উদ্যোগে রাজশাহীর পুঠিয়ায় ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ এই পথচলায় মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেয়া বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।


বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে রাজশাহী জেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটার অনুষ্ঠানে অংশ নেন, ৫৬ রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ( স্বতন্ত্র) পদপ্রার্থী, কেন্দ্রীয় উপকমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এবং রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ওবায়দুর রহমান।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালেব, বানেশ্বর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বানেশ্বর ইউনিয়ন ছত্রলীগের সাবেক সভাপতি মুক্তার শেখ, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, বানেশ্বর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি জান্নাতুন নাঈম, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান, দুর্গাপুর পৌরসভা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান পুঠিয়া উপজেলা শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সহসভাপতি হৃদয় রহমান, বানেশ্বর ইউনিয়ন ছত্রলীগের সাবেক প্রচার সম্পাদকও রাজশাহী জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সুমন শেখসহ বিভিন্ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।


বিবার্তা/সোহানুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com