বাকেরগঞ্জে
জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা : হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে নৌকা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ২৩:৪৭
জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা : হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে নৌকা
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশালের বাকেরগঞ্জ-৬ আসনে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আশা করছেন সাধারণ ভোটাররা। নির্বাচনের ফলাফল নিজ নিজ পক্ষে আনতে কোমর বেঁধে মাঠে নেমেছেন প্রার্থীরা।


সকাল থেকে গভীর রাত পর্যন্ত কুশলবিনিময়, পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন তারা, দিচ্ছেন নানারকম প্রতিশ্রুতি।


রাস্তা-ঘাট, হাট-বাজার, পাড়া-মহল্লা ও চায়ের দোকানে সাধারণ ভোটারদের মাঝে একটাই আলোচনা, কে হচ্ছেন সংসদ সদস্য। এ নিয়ে চুল চেরা বিশ্লেষণ করছেন তারা।


এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু ও লাঙল প্রতীকে সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা।


এর মধ্যে নৌকা প্রতীকের হাফিজ মল্লিক একমাত্র হেভিওয়েট প্রার্থী। এ আসনে গত দুইবার মহাজোট থেকে মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছিলেন নাসরিন জাহান রতনা তবে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের মনোনয়ন না পেয়ে লাঙল মার্কার প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি, ফলে তার নির্বাচনি বৈতরণী পার হওয়া কষ্টকর হবে বলে মনে করছেন স্থানীয়রা।


আসনটিতে আওয়ামী লীগ মনোনীত মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিকের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ভোটাররা।


এদিকে স্বতন্ত্র প্রার্থী ট্রাকের পক্ষে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমানসহ অধিকাংশ নেতাকর্মী।


বিভিন্ন ইউনিয়নে খোঁজ নিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ১৫ বছর পরে নৌকা মার্কায় দলীয় প্রার্থী পেয়ে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নৌকার কর্মীরা উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করছে।


এ ব্যাপারে নৌকার প্রার্থী মেজর জেনারেল (অব) আব্দুল হাফিজ মল্লিক বলেন, বঙ্গবন্ধুর নৌকা বাকেরগঞ্জ বাসীর জন্য জননেত্রী শেখ হাসিনার একটি বিশেষ উপহার, ঐক্যবদ্ধ বাকেরগঞ্জবাসী এর যথাযথ মূল্যায়ন করে আওয়ামী লীগ সরকারের দক্ষিণ বঙ্গের চলমান সকল কার্যক্রমের ধারা অব্যাহত রাখার লক্ষে নৌকায় ভোট দিয়ে স্মার্ট ও মডেল উপজেলা হিসাবে বাকেরগঞ্জ বাংলাদেশের মধ্যে উদাহরণ তৈরি করবে বলে আমার বিশ্বাস।


তিনি আরও বলেন, নৌকা নিয়ে ষড়যন্ত্রকারীদের এ দেশের জনগণ কখনোই ছেড়ে দেবে না।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com