
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, একাত্তরে ন্যাপ, মুসলিম লীগ ভোট বর্জন করে ছিল কিন্তু বাঙালি জাতি স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিয়ে ছিল। আজকে বিএনপি-জামায়াত ভোট বর্জন করলেও দেশের জনগণ তাদের ডাকে সাড়া না দিয়ে আগামী ৭ তারিখ কেন্দ্রে গিয়ে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনবে। আর বিএনপি-জামায়াত, ন্যাপ ও মুসলিম লীগের মত বিলীন হয়ে যাবে।
৪ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে মোরেলগঞ্জ পৌরসভায় পৌর আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এ সব কথা বলেন।
সোহাগ বলেন, পদ্মা সেতু হয়েছে, সাইনবোর্ড–বগি আঞ্চলিক মহাসড়ক হয়েছে, অচিরেই পানগুছি সেতুর কাজ শুরু হবে, মোরেলগঞ্জ-শরণখোলাসহ দক্ষিণাঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে, আরো উন্নয়ন হবে। তাই জননেত্রী শেখ হানিার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে আগামী ৭ জানুয়ারি দলমত নির্বিশেষে সবাই ভোট কেন্দ্রে গিয়ে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিবেন।
তিনি বলেন, নৌকা হচ্ছে শান্তির প্রতীক, উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে, দেশের উন্নয়ন হয়। এ কারণেই দেশের মানুষ আগামী ৭ জানুয়ারি উৎসব মুখর পরিবেশেই ভোটে অংশ নেবে।
পৌর আওয়ামী লীগ সভাপতি মেয়র মনিরুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রিপনের সঞ্চালনায় পথসভায় বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, সাবেক অ্যাডিশনাল আইজিপি আবদুর রহিম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট প্রবীর রঞ্জন হালদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, শফিকুর রহমান লাল, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন আক্তার লিলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, যুবলীগ নেতা হাসিবুর রহমান খান প্রমুখ বক্তব্য দেন।
বিবার্তা/রাজু/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]