
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজা নিহত হয়েছে। ৩ জানুয়ারি, বুধবার ভোর ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙিয়ারপোতা গ্রামের রবিউল ইসলামের ছেলে মাফিজুর (২২) ও তার চাচা একই গ্রামের আলি হোসেন (৭০)। নিহতরা একই আলমসাধুতে মাগুরা যাচ্ছিলেন পাটখড়ি আনতে।
প্রত্যক্ষদর্শী অপর আলমসাধু আরোহী সাদিকুর রহমান ও নিহত মাফিজুরের বাবা রবিউল ইসলাম জানান, ভোরে চারজন মিলে দু আলমসাধুতে মাগুরা যাচ্ছিলেন পাটখড়ি আনতে। পথিমধ্যে মধুপুর নামক স্থানে পৌঁছালে পেছনের গাড়িটা দেখতে পাই রাস্তার পাশে পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি দুইজনের মরদেহ পড়ে আছে। ভোরে লাশ নিয়ে নিজ গ্রামে ফিরে আসি। ঘন কুয়াশায় কি ঘটেছে বলতে পারছিনে। তবে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাটি ঘটেছে বলে ধারনা করছি।
এদিকে এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের মানুষ ভিড় করছেন নিহতদের বাড়িতে। নিহতরা সর্ম্পকে চাচা ভাতিজা।
এ বিষয়ে হাইওয়ে ঝিনাইদহ থানার ওসি মিজানুর রহমান জানান, আমরা এ ঘটনার খবর পাইনি। খোঁজ নিয়ে জানবো। অভিয়োগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/রায়হান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]